ভুয়ো IAS-এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো IPS

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ভুয়ো IAS দেবাঞ্জন দেব। এবার কলকাতা পুলিসের জালে ভুয়ো IPS অফিসার । ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই।

আরও পড়ুন:  বঙ্গোপসাগরে নিম্নচাপ, বঙ্গে মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

বাজেয়াপ্ত করা হয়েছে নীলবাতি লাগানো একটি গাড়ি। গ্রেফতার করা হয়েছে ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও। সূত্রের খবর, IPS অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরাত ধৃত ব্যক্তি।

একাধিক ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। হুমকি দিয়ে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিসের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল।

আরও পড়ুন:  নকল সোনার কয়েন দিয়ে ৩ লাখ টাকার প্রতারনা : গুসকরা

সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই এবং আরও ২ জনকে গ্রেফতার করে পুলিস।

Click here for follow us on facebook — Ektara Bangla