একতারা বাংলা, নিউজ ডেস্ক :
মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত কোভিশিল্ডের টিকা (Vaccination)। এমনটাই বলা হয়েছিল প্রেস বিজ্ঞপ্তিতে। কিন্তু সোমবার সকাল থেকেই ভ্যাকসিন সেন্টারের ছবিটা অন্য কথা বলছে।
বিজ্ঞপ্তির পরও অমিল টিকা। বলা হয়েছিল, সোমবার থেকে টিকা মিলবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পুরসভা। তবু মিলল না টিকা। আজ কোনও টিকা এসে পৌঁছয়নি ভ্যাকসিন সেন্টারগুলিতে।
স্টক এসে না পৌঁছনয় চেতলা মেয়র ক্লিনিকে টিকাকরণ বন্ধ। আগের নোটিসে বলা হয়েছিল সোমবার মিলবে টিকা। তবে আজ নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মিলবে না টিকা। প্রায় ১৫০ জনকে টোকেন দেওয়া হয়েছিল। বাগবাজার থেকে স্টক এলে তবেই মিলবে টিকা। তবে সেটা নিশ্চিত নয়।
Click here for follow us on facebook — Ektara Bangla