কেন্দ্রের নয়া শ্রম আইনে বদলাবে বেতন কাঠামো ও কাজের সময়

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

শ্রম আইনে এবার বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। আগামী ১ অক্টোবর থেকে নতুন শ্রম আইন লাগু করার চেষ্টা চলছে। সেদিন থেকেই দেশ জুড়ে চালু হতে চলেছে নতুন ওয়েজ কোড। 

আর তাতে কাজের সময় আট ঘণ্টা থেকে বেড়ে ৯-১২ ঘণ্টা হতে পারে। শুধু তাই নয়, নতুন আইনের কারণ বেসিক বেতন বাড়বে। তা হলে কর্মীদের পিএফ, গ্র্যাচুইটিও বেশি কাটা হবে।

তাই অফিসের কর্মচারীদের ‘টেক হোম’ বেতন কমতে পারে। ২০১৯ অনুযায়ী, কোনও কর্মচারীর বেসিক বেতন সংস্থার দেওয়ার মোট টাকার ৫০ শতাংশের কম হওয়া চলবে না। 

এই ফাঁককে কাজে লাগিয়ে বহু সংস্থা বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে সংস্থার উপর চাপ কমায়।  কিন্তু নিয়মে বেশ কিছু রদবদল আনতে চলেছে মোদী সরকার। 

Click here for follow us on facebook — Ektara Bangla