আউশগ্রামের ভেদিয়াতে তৃণমূলের মিছিলে, জনজোয়ার

একতারা বাংলা নিউজ ডেস্ক :

হঠাৎ মিছিল! আলোর উৎসবের আগেই, কেন এমন মিছিল? দ্রব্যমূল্যসহ একাধিক দাবীতে এদিনের মিছিলে ভেদিয়াতে জনজোয়ার। বিধানসভায় পিছিয়ে পরা সিট জেতাই কী একমাত্র লক্ষ্য, আগামী পঞ্চায়েত নির্বাচনে? নেতারা বলছেন তা নয়। নানা ইস্যুতে মানুষের সঙ্গে হাঁটাই লক্ষ্য।

পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার ভেদিয়াতে তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরবেলার মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় শহর। গোটা ভেদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় হাজার পাঁচেক মানুষ এদিনের মহামিছিলে পায়ে হেঁটে অংশ নেয়। যদিও কোভিডের জন্য কোনো বাড়তি সতর্কতা ছিল না মিছিলকে ঘিরে। তবুও মানুষের ঢল নামে, এই মিছিলে।

আউশগ্রাম টু ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অঞ্চল কমিটির ডাকে এই মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পরার মতো। রেওড়া, পোগাঁ, ভিটি, ভেদিয়া, মালচা, তালিমবাটি, বনকূল, সাগরপুতুল, ব্রাহ্মণডিহি, কাঁটাটিকুরি থেকে এই মিছিলে এসে উপস্থিত হয় বহু মানুষ।

আউশগ্রাম টু ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের মিছিলে নেতৃত্ব দেন, আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন, আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, জেলা পরিষদের সদস্যা কাকলি রাজাসহ অঞ্চল নেতৃত্ব। তবে এই মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ভেদিয়ার বিশিষ্ট সমাজসেবী লালু খান।

বিভিন্ন গ্রামের মানুষরা দলবেঁধে পায়ে হাঁটার এই মিছিলে অংশ নেন। মিছিল শুরু হয় ভেদিয়ার বাগবাটি মোড় থেকে। তারপর সুসজ্জিত মিছিলটি ভেদিয়ার বাজার ঘুরে বাসস্টপেজ হয়ে ভেদিয়ার হাটতলায় গিয়ে শেষ হয়। ততক্ষণে মিছিলের শেষপ্রান্ত আরও দীর্ঘ হয়েছে। এলাকার মানুষ বলছেন, এযাবৎ এমন মিছিল আগে দেখেনি ভেদিয়া।