রাধামাধব মণ্ডল :
আউশগ্রামের (Ausgram) এক তৃণমূল কর্মীর উদ্যোগে বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার আউশগ্রামের (Ausgram) রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়! একটা বিরল প্রজাতির ময়ালসাপ উদ্ধার হল আউশগ্রামের রামনগরের মল্লিকপুর-গোস্বামীখণ্ডে।
স্থানীয়সুত্রে জানা যায়, মল্লিকপুর নিবাসী সুব্রত পাল ওরফে কর্ণ পাল শনিবার সকালে মোড়বাঁধ থেকে গ্রামে ফেরার পথে, মোড়বাঁধ ভেদিয়া পি ডাব্লিউ ডি রাস্তায় মোড়বাঁধ ব্রিজের কাছে এই বিরল প্রজাতির ৯ ফুট লম্বা ৭ কে জি ওজনের ময়ালসাপটিকে দেখতে পান।
ততক্ষণে একদল মাঠের কৃষি শ্রমিক সাপটিকে মারার জন্য চেষ্টা করে। তাদের হাত থেকে বিরল প্রজাতির ময়ালসাপটিকে উদ্ধার করেন মল্লিকপুর গ্রাম নিবাসী এক তৃণমূল কর্মী সুব্রত ওরফে কর্ণ পাল।
পরে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ, বনদপ্তরে খবর দেন। আদুরিয়া বিট ও আউশগ্রাম বিট অফিসের তরফ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Click here for follow us on facebook — Ektara Bangla