একতারা বাংলা, নিউজ ডেস্ক :
আগামী সপ্তাহ দু’য়েকের মধ্যেই এই নিয়ে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) শিগগিরই শিশুদের টিকাকরণ নিয়ে বৈঠকে বসবে।
ঠিক কবে থেকে চালু করা যাবে শিশুদের টিকাকরণ তার রূপরেখা তৈরি হবে এই বৈঠকে। পাশাপাশি সমস্ত প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ নিয়েও আলোচনা হবে বৈঠকে।
বিশেষ সূত্রে থেকে জানা গিয়েছে, যে সব শিশুর কোমর্বিডি রয়েছে, অর্থাৎ জীবন নাশক অন্য কোনও রোগে আক্রান্ত, তাদের জানুয়ারি থেকেই টিকা দেওয়া শুরু করতে পারে কেন্দ্র। আর মার্চ থেকে সমস্ত শিশুদের টিকাকরণ চালু করার কথা হচ্ছে।
স্কুল খুলে গিয়েছে প্রায় সব রাজ্যে। তাই বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সকলেই মনে করছেন, শিশুদের টিকাকরণ আগে দরকার। নয়তো ফের বাড়তে পারে সংক্রমণ। এমনকী আসতে পারে তৃতীয় ঢেউ।
Click here for follow us on facebook — Ektara Bangla