প্রতিবাদ মিছিল আউশগ্রামের রামনগরে

পাণ্ডুরাজার ঢিবি থেকে ছোড়া ফাঁড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ত্রিপুরাতে দলীয় নেতৃত্বকে আক্রমণের প্রতিবাদে এদিন মিছিল করে তৃণমূল। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ, আউশগ্রাম টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, অর্ঘ্য বিশ্বাস, দেবদাস সরকাররা।

মিছিলে উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার আঁকুড়ে, উপপ্রধান সেখ জিয়াউল হকরা।
ত্রিপুরাতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে, বিজেপির বিপ্লব দেবের সরকার যে ভাবে, তৃণমূলের নেতৃত্বের উপর আক্রমণ করছে, মিথ্যা মামলা দিয়ে আটকে দিচ্ছে, গণতন্ত্রকে হত্যা করছে, এদিন তারই প্রতিবাদে পথে নামে রামনগর অঞ্চলের হাজার দেড়েক মানুষ।

স্বতঃফূর্ত পায়ে হাঁটার মিছিলটি বুধবার বিকেল ৩ টেই শুরু হয়, পাণ্ডুকের পাণ্ডুরাজার ঢিবি থেকে। চার কিলোমিটার পায়ে হেঁটে মিছিল শেষ হয় মল্লিকপুর হাসপাতালের ডাঙায়।

মিছিল শেষে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আসগর সেখ, আউশগ্রাম টু ব্লক তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ ঘোষ এবং পি পি ডি হাইস্কুলের শিক্ষক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়।

Click here for follow us on facebook — Ektara Bangla