বলিউডের “পিপ্পা” ছবির শুটিং কালিকাপুরের জঙ্গলে

রাধামাধব মণ্ডল :

পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের কালিকাপুর আদুরিয়ার জঙ্গলের ক্যানেল পাড়ে বলিউডের নতুন ছবি “পিপ্পা”(pippa) শুটিং চলছে পুরোদমে। চলবে দুদিন। হালকা ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে গভীর অরণ্যভূমির ভিতর, লাল মোরামের রাস্তায় পিপ্পা ছবির শুটিং এ ব্যস্ত বলিউড অভিনেতারা। শনিবার ও রবিবার চলবে শুটিং জানা যায়। কামান নিয়ে যুদ্ধের শুটিং। বেস্ট ক্যাম্প’ হয়েছে কালিকাপুর মাঠে।

জানা যাচ্ছে পরিচালক রাজাকৃষ্ণ মেননের এই ছবিতে অভিনয় করছেন ঈশান খট্টর আরও বেশকিছু অভিনেতাসহ শুটিং চলছে। বিগ বাজেটের এই ছবিটি। ন’টা মেকাপ ভ্যান এবং প্রায় চারশো জনের ইউনিট করছে শুটিং। আউশগ্রামের এই জঙ্গলে শনিবার একদল আর্মি অফিসারের দলে, আর্মি অফিসারের পোষাকে দেখা যায় বলিউড অভিনেতা ঈশান খট্টরকে। আদুরিয়ার ক্যানেল পাড়ের জঙ্গলের লাল মোরামের রাস্তায়, কয়েকটি যুদ্ধের সাঁজোয়া গাড়ি, যুদ্ধের গাড়ি এবং কামান নিয়ে ছবির শুটিং চলছে দিনভোর।

পরিচালক রাজাকৃষ্ণ মেনন বলেন,” ভারত বাংলাদেশের ৭১ মুক্তি যুদ্ধের কাহিনি নিয়ে ছবিটি তৈরি। তবে ছবিতে প্রেম আছে।” তবে তিনি এর বেশিকিছু বলতে চাননি। অভিনেতা ঈশান খট্টর বলেন, “এমন জঙ্গলে অভিনয় করার অভিজ্ঞাতাই আলাদা। ” বোম্বে ফ্লিম ইণ্ড্রাস্টিরির প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর, এই “পিপ্পা” ছবির প্রযোজক।

চলছে শুটিং

“পিপ্পা” কেন ছবির নাম? কেউ সে ভাবে তেমন কিছু বলতে না চাইলেও, যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল “পিপ্পা “। তা হলে, তা থেকেই ছবির নাম “পিপ্পা ” কী?

আউশগ্রামের এই জঙ্গল ও জঙ্গল লাগোয়া কালিকাপুরের সাত মহলা রাজবাড়ি আজ পর্যন্ত মৃণাল সেন খণ্ডহর, ঋতুপর্ণ ঘোষের আরও একটি প্রেমের গল্প ও অপর্ণা সেনের গয়নার বাক্স সহ ২৪৮ টি ছবির শুটিং হয়েছে, এই জঙ্গলে। সুজয় ঘোষের “তিন” ছবির জন্য, এই জঙ্গলে শুটিং করতে এসেছেন অমিতাভ বচ্চন, নাওয়াজ উদ্দিন সিদ্দিগীসহ আরও অনেকে।

চলছে শুটিং

তবে এই বৃষ্টি ভেজা ওয়েদারে “পিপ্পা ” ছবির শুটিং চলছে। এমন প্রতিকূল পরিবেশে শুটিং করাটাও এক যুদ্ধ জয়ের মতো। স্থানীয় অভিনেতা পিগলু চক্রবর্তী বলেন, “সত্যিই কষ্ট হচ্ছে, এমন বৃষ্টিকে মাথায় নিয়ে শুটিং করা দেখে।”

Click here for follow us on facebook — Ektara Bangla