বোলপুর-শান্তিনিকেতন :
“শান্তিনিকেতন ডিজিটাল রিসার্চ সেন্টার”- এর উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সেমিনার হলে দু’দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছিল। প্রথমদিন ৮ই ডিসেম্বরে বিষয় ছিল: ” আধুনিক শিক্ষাব্যবস্থার উন্নতিতে অভিনব প্রযুক্তির প্রয়োগ”।
প্রধান বক্তা ছিলেন- ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ড: মহুয়া দাস মহাশয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
দ্বিতীয়দিন ৯ ডিসেম্বরের বিষয় ছিল : ” কৃষির উন্নতিতে প্রযুক্তির ব্যবহার।” প্রধান বক্তা ছিলেন- বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড: সৌরভ মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক-শিক্ষিকা সহ অনেকেই।
সংস্থার সভাপতি মলয় পীট বলেন- শান্তনিকেতন রিসার্চ সেন্টারে ছাত্রছাত্রীরা একদিকে যেমন স্বাস্থ্য-পরিষেবার ক্ষেত্রে নিরন্তর গবেষণার সুযোগ পাবে, অন্যদিকে কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে নানাভাবে গবেষণার ব্যবস্থা থাকবে। মূলত:, বিশ্বের সর্বোৎকৃষ্ট প্রযুক্তির ব্যবহার ও তার ডিজিটালাইজেশন সুনিশ্চিত করা, যা প্রযুক্তির আগামীদিনের নিশ্চিত ভবিষ্যৎ।
Click here for follow us on facebook — Ektara Bangla