একতারা বাংলা নিউজ ডেস্ক :
একবছরের ও বেশি সময় ধরে পুরবোর্ড না থাকার কারণে শহরের নাগরিকদের পুর পরিষেবা পেতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। সেসময় রাজ্য জুড়ে একের পর এক পুরসভায় এডমিনিস্টেটর বোর্ড গঠন করে সরকার। তারপর থমকে যাওয়া পুর পরিষেবা প্রদানে সচেষ্ট হয় পুরসভা গুলি।

পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার এডমিনিস্টেটর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিন সদস্যের প্রশাসক মন্ডলী গঠন করা হয় পুরসভায়। ওই বোর্ডের চেয়ারপার্সন করা হয় বিদায়ী কাউন্সিলর গিতারানী ঘোষ কে। আরএক কাউন্সিলর রত্না গোস্বামী ও গুসকরা শহর তৃণমূলের সভাপতি কুশল মুখোপাধ্যায়কে বোর্ডের সদস্য পদে রাখা হয়।
তাদের মধ্যে অন্যতম ছিলেন কুশলবাবু। এবার তাঁর উপরেই ভরসা রাখলো তৃণমূল। দলের বিশ্বস্ত সৈনিক কুশল মুখোপাধ্যায়ের হাতেই ফের পুরসভার ব্যাটন তুলে দেওয়া হল। গুসকরা পুরসভার ষোলটি ওয়ার্ডে তৃণমূলের জয়জয়কার হয়।
ফলে অনান্য কাউন্সিলরদের থেকে অভিজ্ঞতা ও স্বচ্ছ ভাবমূর্তির জেরে গুসকরা পুরসভার চেয়ারম্যান পদের জন্য কুশল মুখোপাধ্যায়কেই বেছে নেওয়া হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে সেই পদে দায়িত্ব ভার গ্রহণ করলেন কুশল মুখোপাধ্যায়।
Click here for follow us on facebook — Ektara Bangla