গতকাল দুপুরে বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাসের থেকে শপথ গ্রহণ করে গুসকরা পৌরসভার পৌরোপিতা হিসাবে নিজের দ্বায়িত্ব ভার গ্রহণ করেন গুসকরা শহরের দশ নং ওয়ার্ডের কউন্সিলর কুশল মুখোপাধ্যায়।

শপথ গ্রহণ পর্ব মিটতেই একধিক সরকারি ও বেসরকারি সনস্থা থেকে শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংস্থার পদাধিকারী বৃন্দ।
আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুরের নিজ অফিস থেকে ফিরতি পথে গুসকরা র নবনিযুক্ত পৌরোপিতা কুশল মুখোপাধ্যায় ও সহ পৌরোমাতা বেলি বেগম এর সাথে সৌজন্য সাক্ষাতের সাথে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান ‘দল যোগ্য ব্যাক্তির হাতেই গুসকরা পৌরসভার দায়িত্বভার তুলে দিয়েছে।’ এছাড়াও তার দফতরের পক্ষ থেকে সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন।
Click here for follow us on facebook — Ektara Bangla