ভরদুপুরে ভয়াবহ পথদুর্ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরার ইটাচাঁদা এলাকায়

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

মরণফাঁদ জাতীয় সড়ক, প্রশাসনের সতর্কতা মূলক প্রচার, নজরদারি সত্ত্বেও ঘটে চলেছে একের পর এক পথদুর্ঘটনা। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কের গুসকরা শহর সংলগ্ন ইটাচাঁদা এলাকায় মুখোমুখি সংঘর্ষের শিকার একটি লরি ও এক ক্যুরিয়ার সংস্থার পিকআপ ভ্যান।

এই মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একজন। মঙ্গলবার বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের ইটাচাঁদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বর্ধমানগামী একটি ক্যুরিয়ার সংস্থার ছোট হাতি গাড়ির সাথে উলটো দিক দিয়ে আসা একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ছোট হাতি গাড়ির চালক শক্তিগড় থানা এলাকার বাসিন্দা আব্দুল রহিম সেখ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুসকরা ফাঁড়ির পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। লড়ির চালক পলাতক।