একতারা বাংলা, নিউজ ডেস্ক :
নববর্ষের প্রারম্ভে যশোদা হসপিটাল এর আয়োজনে ও দিবা রাত্রির কাব্য প্রত্রিকার সহযোগিতায় এবং কাহার পত্রিকার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত পূর্ব বর্ধমানের গুসকরা শহরের আউশগ্রাম ১ ব্লক অফিসের সংহতি মঞ্চে।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যক সহ বিশিষ্ঠ জনেরা। তাছাড়াও আমন্ত্রিতের তালিকায় ছিলেন এলাকার বেশকিছু সাংবাদিক।

বর্ণাঢ্য অনু্ঠানে আমন্ত্রিত সকলেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয় আয়োজকদের তরফ থেকে।
এদিনের অনুষ্ঠানে নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন কয়েকজন কচিকাঁচারা। তাছাড়াও বেশকিছু কবি সাহিত্যিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে বেশ কয়েকটি কবিতা পাঠ করে শোনান সাংস্কৃতিকমনস্ক মানুষ আউশগ্রাম ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম ১ বিডিও অরিন্দম মুখোপাধ্যায় সহ গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, কাহার ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায়, দিবা রাত্রির কাব্য পত্রিকার সম্পাদক অফিফ ফুয়াদ বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী তৃপ্তি চ্যাটার্জী সহ একধিক শিল্পী সাহিত্যিক।
এদিনের অনুষ্ঠানে একাধিক বই প্রকাশিত হয়।
Click here for follow us on facebook — Ektara Bangla