আবারও ভয়ঙ্কর পথদুর্ঘটনা জাতীয় সড়কে: গুসকরা

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়কের গুসকরা স্কুলমোড় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম সাহেব সেখ (১৮)। তার বাড়ি গুসকরা শহরের ইটাচাঁদা এলাকায়। ঘটনার জেরে পথ অবরোধ করেন স্থানীয়দের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহেব বাইকে চড়ে গুসকরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। স্কুলমোড়ের কাছে বর্ধমানগামী একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেই উত্তেজিত জনতা পথ অবরোধে সামিল হয়।

ঘটনায় ওই রাস্তায় বেপরোয়াভাবে যান চলাচল নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়ে এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের একাংশ পথ অবরোধ করেন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে।

Click here for follow us on facebook — Ektara Bangla