রাধামাধব মণ্ডল :
একটা অন্যরকম ভাবনা, একটা অন্য রকম বিষয়। আর সেই বিষয়ের উপরেই এবার নাট্য কর্মশালার আয়োজনে “আমরা সবুজ নাট্য দলের।”
সবুজের এই ভাবনায় আলোড়ন উঠেছে নাট্যজগতে। বহু মানুষ মুখিয়ে রয়েছেন। এই কর্মশালাকে ঘিরে ‘সাইকো করপোরাল রিদিম’ এর উপর নাট্য কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে “আমরা সবুজ নাট্য দলের”। বিষয় ভাবনাটি “আমরা সবুজ”র নির্দেশক জুলফিকার জিন্নার। কর্মশালা ঘিরে বাড়তি উদ্মাদনা চোখে পরার মতো।
সাইকো করপোরাল রিদিম নামের একটি ওয়ার্কশপ করছে এবছর শান্তিনিকেতনের “শান্তিনিকেতন কলাক্ষেত্র”, যা পরিপূর্ণতা পাচ্ছে বল্লভপুরডাঙার নিভৃতপূর্ণিমা নাট্য গ্রামে। এর আগে অভিনয়ের ধারায় স্বাতিক অভিনয়কে কাজে লাগানো হয়েছে নাটচালার কর্মশালায়। তবে তেমন ভাবে গুরুত্ব সহকারে স্বাতিক অভিনয়ের এমন নতুন ওয়ার্কশপের ধারা নিয়ে পূর্ণাঙ্গ কর্মশালার আয়োজন এর আগে তেমন কেউ আনেনি বলে দাবী সংস্থার নাট্যকর্মী নিশান্ত কুমার লাল।
তিনি আরও জানান, দেহের সঙ্গে মনের সংযোগ আর এই সংযোগের ভেতর খেলা করে একটি মানষিক অস্থিরতা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে মঞ্চ এবং মঞ্চ অভিনয়ের ধারাও।
মনের সেই স্থিতধী উচ্চারণকেই এবার ওয়ার্কশপের মাধ্যমে নাট্য পড়ুয়াদের কাছে শিক্ষণীয় ভাবে তুলে ধরতে এপ্রচেষ্ট বলে জানান “আমরা সবুজ নাট্য দলের” নির্দেশক জুলফিকার জিন্না।
তিন দিনের সম্পূর্ণ আবাসিক এই নাট্য কর্মশালাটি চলবে আগামী ৭ ই আগস্ট থেকে ৯ ই আগস্ট বলে জানা যায় কতৃপক্ষের তরফ থেকে।
তারা আরও জানান, এই কর্মশালায় মোট ১৬ জন নাট্য কর্মী অংশগ্রহণ করতে পারবে।
কলকাতা থেকে পাহাড়ের ছেলেমেয়েরাও এই কর্মশালায় অংশগ্রহণ করবে। সঙ্গে তাদের পরিবারের কোনো লোকজন থাকতে পারবে না। সেইসঙ্গে অন্তত দুবছরের নাট্যদলে কাজ করার অভিজ্ঞতা থাকলেই তারা এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। আরও কিছু বাধানিষেধ রয়েছে এই কর্মশালাকে ঘিরে।
কোনো মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না, এই কর্মশালায়। সেইসঙ্গে কর্মশালায় নাট্য শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। রাত দিন মিলিয়ে চলবে আবাসিক নাট্য প্রশিক্ষণ কর্মশালাটি।
বোলপুরের শান্তিনিকেতনের বল্লভপুরডাঙাতে “আমরা সবুজ নাট্য দলের” এই কর্মশালায় অংশগ্রহণ করতে, আরও বেশকিছু নির্দেশ জারি করা হয়েছে। এই কর্মশালায় ১৬ জনের বেশি অন্য একজনকেও নেওয়া যাবে না কর্মশালায় বলে জানান নিশান কুমার লাল।
এই নাট্য সংস্থার শান্তিনিকেতনে একটি নিজস্ব নাট্যগ্রাম রয়েছে। সেই নাট্যগ্রামেই হবে কর্মশালাটি বলে জানা যায়। এর আগেও ২০১৮, এবং ২০১৯ এ দুটি নাট্য কর্মশালা হয়েছে এখানে। ২০১৮ এবং ২০১৯ সালের এই কর্মশালার বিষয়ও ছিল সাইকো করপোরাল রিদিম। প্রথম বছর ১২ জন ছাত্রা ছাত্রী এসেছিল রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। দ্বিতীয় বছর অর্থাৎ ২০১৯ এ ছাত্র ছাত্রী ছিল ১৬ জন। সেটিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করে।
Click here for follow us on facebook — Ektara Bangla