ভেদিয়া ও গুসকরাতে উদ্বোধনি অনুষ্ঠানে পুলিশ সুপার : পূর্ব বর্ধমান

রাধামাধব মণ্ডল :

পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ছোড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভেদিয়ার সংস্কার করা নবনির্মিত পুলিশ ক্যাম্প ও গুসকরা পৌরসভায় অবস্থিত গুসকরা বিট হাউসের উদ্যোগে শহর জুড়ে লাগানো হল সিসি ক্যামেরা।

তারই উদ্বোধনে বুধবার সন্ধ্যেবেলা গুসকরাতে ও ছোড়ার ভেদিয়াতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন, ডিএসপি বীরেন্দ্র পাঠক, আইসি আউশগ্রাম তানাজী দাস ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, রাষ্ট্রপতির পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, ওসি ছোড়া পঙ্কজ নস্কর, ওসি গুসকরা অরুণ সোম এবং জাতীয় শিক্ষক শামসুল আলমসহ আরও অনেক বিশিষ্ট মানুষরা। চাঁদের হাট বসেছিল ভেদিয়াতে। এদিন আউশগ্রামের ভেদিয়ার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ফিতে কেটে পুলিশ সুপার তথা আইপিএস কামনাশিষ সেন।

আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার উদ্বোধনি অনুষ্ঠানে বলেন, এটা জনবহুল এলাকা। এই ক্যাম্পটি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছিল। সেই ক্যাম্পটি নতুন ছোড়ার বড়বাবু এসে সংস্কার করলেন। এটা বেশ ভালো হল।

এরপরই পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন তার বক্তব্যে বলেন, “পুলিশ আপনাদের জন্য কাজ করছে। ভুল ত্রুটি হলে বলবেন। তবে আমি আমার বক্তব্য রাখার প্রথমেই বলি, আজ গুরুপূর্ণিমার দিন। এখানে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমি আমার শিক্ষকদের সঙ্গে সঙ্গে তাঁকেও প্রণাম জানাই। আজ এখানে আমরা এসেছি, আমি এই ভবনের উদ্বোধন করলাম। এটা কেবলমাত্র আমাদের ছোড়ার ওসি পঙ্কজ নস্করের জন্য। ও উদ্যোগ নিয়ে এটার মেরামত করেছে। ও খুব ভালো কাজ করছে।”

প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, ভেদিয়ার পুলিশ ক্যাম্পটি সম্পূর্ণ ভেঙ্গে পরেছিল। খুবই কষ্ট করে দীর্ঘ দিন ধরে মেরামতি করে তৈরি করা হয়েছে ভবনটি। একেবারেই ভেঙ্গে পরেছিল বিল্ডিং টি। সেই বিল্ডিং টিকে পুনঃরায় মেরামতি করা হয়েছে, বর্ষার আগে। যাতে ঠিকঠাক থাকতে পারে পুলিশ কর্মীরা। এই কাজে এলাকার মানুষের ঢল নামে।

Click here for follow us on facebook — Ektara Bangla