একতারা বাংলা, নিউজ ডেস্ক:-
বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজন বাইক আরোহীর। জখম হয়েছেন আরও ২ জন যুবক। শুক্রবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের তিলকেপাড়া এলাকায়।
দুর্ঘটনায় জখম চারজনকেই গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক বাদশা মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। আর বাকিদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওড়গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান সেরে দুটি বাইকে করে মাহাতা ফিরছিলেন তারা। সেসময় উলটো দিক থেকে আসা অপর একটি বাইককের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় বলেই জানা গিয়েছে।
Click here for follow us on facebook — Ektara Bangla