কেক কেটে, সাড়ম্বরে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন আউশগ্রামে

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

আজ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালিত হয় মহা সাড়ম্বরে।

পূর্ব বর্ধমানে র আউশগ্রাম বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্ডার এলাকার সকল নেতৃত্ব ও মমতা অনুরাগীদের নিয়ে সাড়ম্বরে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন।

“শুভ জন্মদিন দিদি” বার্তা সহ ফেক্স এর সামনে সকলে মিলে কেক কাটেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্ডার।সেই কেক একে অপরকে খাইয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

Click here for follow us on facebook — Ektara Bangla