“দিদির সুরক্ষা কবচ” ও “দিদির দূত” কর্মসূচির ঘোষণা আউশগ্রামের বিধায়কের : গুসকরা

একতারা বাংলা, নিউজ ডেস্ক:-

আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে গত ২রা জানুয়ারি কলকাতায় দলীয় কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের সভা থেকে রাজ্যের সমস্ত নেতৃত্বের সামনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধপাধ্যায় জোড়া কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা করেন।

দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে আজ পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার গুস্করার বিদ্যাসাগর সভাগৃহে বিধানসভা এলাকার সকল নেতৃত্ব কে নিয়ে উক্ত দলীয় কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সারা রাজ্যে ‘দিদির দূত কর্মসূচির মাধ্যমে সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার্স ৪৫ দিন ধরে বাড়ি বাড়ি যাবে।’

আউশগ্রাম বিধানসভা এলাকায় উক্ত কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ এর আয়তায় এনে সুরক্ষা নিশ্চিত করবে দিদির দূত। প্রতিটি এলাকায় দলিয় নেতৃত্ব ও এই কর্মসূচি পালন করবে বলে জানান আউশগ্রামের বিধায়ক।

Click here for follow us on facebook — Ektara Bangla